বি.ইউ.কে উচ্চ বিদ্যালয়, ডাকঘর: সগুনা, উপজেলা: বেলকুচি, জেলা: সিরাজগঞ্জ-এর জন্য সরকারি বিধি মোতাবেক এমপিও নীতিমালা-২০২১ ইং-এর সর্বশেষ ১০/০১/২০২৪ইং তারিখের পরিপত্র ও পরিমার্জন অনুযায়ী এমপিওভুক্ত শূন্যপদে একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন আয়া নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান। উভয় পদের বেতন গ্রেড: ২০, বেতন স্কেল: (৮২৫০/-২০০১০/-)। বয়স: ১৮-৩৫ বছর। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয়। কাগজপত্র, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ১০০০/- (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফ্ট সোনালী ব্যাংক লিমিটেড, চৌবাড়ী শাখা, সিরাজগঞ্জ, হিসাব নং ৪২০৩০০২০৩৩১৭৪-এর অনুকূলে দাখিলপূর্বক প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। বিঃদ্রঃ পূর্বের আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নাই।
প্রধান শিক্ষক
মাজসি-৬১১/২৪