প্রতিষ্ঠানের ইতিহাস

সিরাজগঞ্জ জেলাধীন বেলকুচি উপজেলার শেলবরিষা গ্রাম। শেলবরিষা গ্রামটি পশ্চিমে উল্লাপাড়া উপজেলা ও উত্তরে কামারখন্দ উপজেলা মধ্যবর্তী স্থানে অবস্থিত শেলবরিষা এ গ্রামের সম্ভ্রান্ত ধর্মভীরু মুসলিম পরিবার সমূহের মধ্যে শীর্ষস্থানে অবস্থান তালুকদার পরিবারের । বংশমর্যাদায় যেমন শ্রেষ্ঠত্বের দাবীদার তেমনি শিক্ষা-দীক্ষায়, ধর্মভীরুতায়, সামাজিক আচার-অনুষ্ঠানে এ জনপদের অন্য সবের উপর রয়েছে এ পরিবারের অতুলনীয় সম্মান। যতদূর জানা যায় হাজী মরহুম গোলজার হোসেন তালুকদার ছিলেন এ পরিবারের একজন শিক্ষিত ব্যক্তি। দীর্ঘদিন থেকেই পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার মনোস্কামনায় এবং সমাজ সেবার অংশ হিসেবে নিঃস্বার্থ ভাবে গোলজার হোসেন তালুকদার “বি, ইউ, কে, উচ্চ বিদ্যালয়” (B.U.K এর পূর্ণরূপ: বেলকুচি, উল্লাপাড় ও কামারখ্ন্দ ) নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান করার প্রস্তাব তালুকদার বংশের সকল সদস্য বরাবর উপস্থাপন করলে তা অনুমোদিত হয় এবং ১৯৯৯ সালে উক্ত নামে “বি, ইউ, কে, উচ্চ বিদ্যালয়” স্থাপিত করা হয়। স্কুলটি EIIN NO. ১২৮০০৭। বি, কে, উচ্চ বিদ্যালয় ২০১৯ সালে এমপিও ভুক্ত হয়।