ষষ্ঠ শ্রেণি ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্র

■ চূড়ান্ত ভর্তি ফরম বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে অফিসে জমা দিতে হবে।


■ শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ৪ কপি।


■ অনলাইন জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি।


■ পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড ২ কপি ফটোকপি।


■ কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।